প্রতিবন্ধীদের উন্নয়নে পটুয়াখালীতে অভিজ্ঞতা বিনিময় সভা

হোম পেজ » পটুয়াখালী » প্রতিবন্ধীদের উন্নয়নে পটুয়াখালীতে অভিজ্ঞতা বিনিময় সভা
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


প্রতিবন্ধীদের উন্নয়নে পটুয়াখালীতে অভিজ্ঞতা বিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

‘প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়’- এই প্রতিপাদ্যে কলাপাড়ায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা হলে আয়োজিত এই সভায় অংশ নেন কলাপাড়া ও গলাচিপা উপজেলার ১০টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্ধশতাধিক নারী-পুরুষ।

 

গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে, বি-স্ক্যান এবং এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।

 

এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার, বি-স্ক্যানের সহ-সমন্বয়ক মাহাফুজুর রহমান, ফাইন্যান্স পরিচালক সামাদ আলী, আলোর দিশারীর শাহাদাৎ হোসেন, সোহার্দ্য সংস্থার আবুল কালাম। বক্তারা বলেন, প্রতিবন্ধীদের ব্যবহৃত পণ্যে আরোপিত কর তাদের জীবনযাত্রা কঠিন করে তুলছে। তারা কর প্রত্যাহার, প্রতিবন্ধী বান্ধব টয়লেট নির্মাণ, বিশেষ শিক্ষক নিয়োগ এবং ভাতা বৃদ্ধির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৩ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ