রবিবার ● ২৭ জুলাই ২০২৫
কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।
দলীয় এক প্রেস নোটে জানানো হয়, দায়িত্ব পালনে গাফিলতি ও দলীয় নীতিমালার প্রতি অবহেলার কারণে সভাপতি ডা. আলমগীর হোসেনকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
একই দিনে প্রকাশিত আরেক প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করতে বলা হয়েছে তাঁকে।
নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে ওই প্রেস নোটে।
বাংলাদেশ সময়: ২২:০২:০৫ ● ২০২ বার পঠিত
