গৌরনদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
রবিবার ● ২৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আগামী ৫ আগস্টের দলীয় কর্মসূচির প্রস্তুতি সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৫ জন। ভাঙচুর হয়েছে চেয়ারসহ বেশ কিছু সামগ্রী।

 

রোববার দুপুর থেকে ১টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান প্রস্তুতি সভায় দাওয়াত না পেয়ে মিন্টু তার ৩০-৪০ জন সমর্থক নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সেখানেই বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

 

অভিযোগ রয়েছে, মিন্টুর সমর্থকরা অডিটোরিয়ামের ভিতরে ঢুকে সদস্য সচিব হান্নানকে লাঞ্ছিত করেন। ভাঙচুর করেন পাঁচটি চেয়ার। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছে যুবদল নেতা জসিম শরীফ ও ছাত্রদল নেতা রমজান ডাক্তার, যাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে সদস্য সচিব হান্নান বলেন, রমজান ছাত্রলীগের কর্মী। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিন্টু বলেন, আমাকে দাওয়াত দেওয়া হয়নি- এই কারণে আমি কারণ জানতে গিয়েছিলাম, কোনো হামলার সঙ্গে আমি জড়িত না।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৩ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ