সভাপতি মাহবুব ও সম্পাদক সবুজ কলাপাড়ায় এস.আর ঐক্য সংগঠনের নির্বাচন সম্পন্ন

হোম পেজ » পটুয়াখালী » সভাপতি মাহবুব ও সম্পাদক সবুজ কলাপাড়ায় এস.আর ঐক্য সংগঠনের নির্বাচন সম্পন্ন
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সবুজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় এস.আর ঐক্য সংগঠন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

সভাপতি পদে মাহবুবুর রহমান ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল মামুন জোমাদার পেয়েছেন ৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ সবুজ ৮৭ ভোটে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. সোহাগ পেয়েছেন ৬০ ভোট।

 

সাংগঠনিক সম্পাদক পদে কমল কান্তি সরকার পেয়েছেন ৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নিপু পেয়েছেন ৫৯ ভোট।

 

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সিনিয়র সহ-সভাপতি পদে মো. সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সাঈদ এবং কোষাধ্যক্ষ পদে নুরজামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম (এস.আর, নেসলে কোম্পানি লিমিটেড)।

বাংলাদেশ সময়: ০:২২:২৬ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ