মুলাদীতে শিশুধর্ষণের ঘটনায় সালিশ; জুতাপেটা ও জরিমানার সিদ্ধান্ত

হোম পেজ » বরিশাল » মুলাদীতে শিশুধর্ষণের ঘটনায় সালিশ; জুতাপেটা ও জরিমানার সিদ্ধান্ত
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য সালিশে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও জুতাপেটার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ইমন চৌকিদার (২৫), পেশায় রাজমিস্ত্রী ও দুই সন্তানের বাবা। তিনি একই গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ঘরে একা পেয়ে তিনি ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

 

মঙ্গলবার রাতেই গ্রামে সালিশ বসে। এতে সাইদুল ব্যাপারী, দেলোয়ার ব্যাপারী, খোকন মুন্সী ও সেলিম সিকদারসহ কয়েকজন অংশ নেন। সালিশে ইমন দোষ স্বীকার করলে তাকে এক লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে টাকা দিতে সময় চাওয়ায় ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. হান্নান চৌকিদার জানান, শিশুটির অভিভাবকরা ন্যায়বিচার চেয়েছিলেন। তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে শুনেছেন, সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

 

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের মতো ঘটনা কোনোভাবেই সালিশযোগ্য নয়। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে দ্রুত মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৬:১৪:২২ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ