
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
হোম পেজ » রাজশাহী » নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬সাগরকন্যা প্রতিবেদক, নাটোর
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তারা নাটোর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৭:৫৩ ● ৯২ বার পঠিত