শনিবার ● ১২ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার

হোম পেজ » পটুয়াখালী » ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কার
শনিবার ● ১২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন একটি ব্যস্ততম সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।

 

শনিবার (১২ জুলাই) দ্বিতীয় ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা রাস্তার সংস্কার কাজটি সম্পন্ন করেন। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম ধাপে সড়কটির গর্ত ভরাট, মাটি ফেলা এবং চলাচলের উপযোগী করার কাজ করেন তারা।

 

সংগঠনের চরমোন্তাজ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আবুল হাসান সাগরকন্যাকে বলেন, এই রাস্তার পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে। হাজারো মানুষ এই রাস্তায় চরম দুর্ভোগে ছিলেন। তাই নিজেদের উদ্যোগে মেরামতের কাজ করেছি।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সরকারি সংস্কার হয়নি। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, সরকারি বরাদ্দ ছাড়াও যুব সমাজের এমন উদ্যোগ এলাকার জন্য আশার আলো।

বাংলাদেশ সময়: ২০:১৫:৪৪ ● ৯৫ বার পঠিত