বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫

আমতলীতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন

হোম পেজ » বরগুনা » আমতলীতে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫২ জন ও দাখিল পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য সাগরকন্যাকে নিশ্চিত করেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান।

 

জানা গেছে, এ বছর আমতলীতে এসএসসি পরীক্ষায় ১,৫৫৫ জন অংশ নেয়। পাস করেছে ৬৭০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। সব শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগের।

 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন, একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন, গাজীপুর বন্দর, চিলা হাসেম বিশ্বাস ও আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী রয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াদ হাসান বলেন, পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের ফলে প্রকৃত মেধাবীরা ভালো ফল করেছে। আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও মনোযোগী হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৫ ● ৮৯ বার পঠিত