মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫

দুশ্চিন্তায় ৩০ হাজার কৃষক পরিবার আমতলীতে পানির নিচে আউশের খেত ও আমনের বীজতলা

হোম পেজ » বরগুনা » দুশ্চিন্তায় ৩০ হাজার কৃষক পরিবার আমতলীতে পানির নিচে আউশের খেত ও আমনের বীজতলা
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


এভাবেই পানির নিচে ডুবে রয়েছে আউশের ক্ষেত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

টানা বৃষ্টিতে আমতলী উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠের পর মাঠ পানির নিচে তলিয়ে গেছে। এতে পানিতে ডুবে আছে আউশ ধানের খেত ও আমনের বীজতলা। দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৩০ হাজার কৃষক পরিবার।

 

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৬ হাজার ৫৮৮ হেক্টরে আউশ এবং ২৩ হাজার ৫০০ হেক্টরে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পানির নিচে দীর্ঘ সময় ডুবে থাকায় আউশ ধান পঁচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল বলেন, আউশ ধান বের হওয়ার সময় চলছে। কিন্তু জমিতে পানি জমে থাকায় ধান বের হতে পারছে না। দ্রুত পানি না নামলে আউশের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

 

মঙ্গলবার বিকেলে কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে আছে। মাঠে কাজও বন্ধ রয়েছে কৃষকদের।

 

হলদিয়ার কৃষক শিবলী শরীফ সাগরকন্যাকে বলেন, আউশের খেত আর আমনের বীজতলা সব পানির নিচে। ধান বের হওয়ার সময়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।

 

গুলিশাখালীর ইব্রাহিম চৌকিদার বলেন, স্লুইজ গেট দিয়ে ঠিকমতো পানি নামছে না। তাই চারদিকে শুধু পানি আর পানি।

 

কুকুয়া গ্রামের সুলতান মিয়া বলেন, একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে স্লুইজ গেট বন্ধ। এখন আউশ ধানের ক্ষতি হলে কীভাবে সামলাব!

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, আমনের বীজতলা তেমন হয়নি, তাই সেটার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু আউশ ধান নষ্ট হলে ক্ষতির মাত্রা অনেক বেশি হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৮ ● ৬৪ বার পঠিত