
রবিবার ● ৬ জুলাই ২০২৫
নেই নিরাপত্তা, নেই মেইন গেট বরিশাল ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় পবিপ্রবির শিক্ষার্থীরা
হোম পেজ » বরিশাল » নেই নিরাপত্তা, নেই মেইন গেট বরিশাল ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় পবিপ্রবির শিক্ষার্থীরাসাগরকন্যা প্রতিবেদক, পবিপ্রবি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে নেই প্রধান ফটক। ফলে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস এলাকায় বাইরের লোকজনের অবাধ চলাচল ও অবস্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অধ্যায়নরত প্রায় ৬০০ শিক্ষার্থীর এই ক্যাম্পাসে রয়েছে দুটি আবাসিক হল। এখানকার শিক্ষার্থীদের অভিযোগ, মেইন গেট না থাকায় সন্ধ্যার পর বাইরের লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে। কেউ নজরদারি করে না—এতে বাড়ছে উৎকণ্ঠা।
একাধিক শিক্ষার্থীর অভিমত অনুযায়ী, রাতের বেলায় মাদকসেবী ও বখাটে লোকজনকে ক্যাম্পাস এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এতে আবাসিক শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা আতঙ্কে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রী বলেন, হলের আশপাশে রাতে বাইরের লোকজনের চলাফেরা দেখতে পাই। কাউকে কিছু বলার উপায় নেই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।
ডিভিএম ২০ ব্যাচের শিক্ষার্থী হাসান মামুন বলেন, আমাদের ক্যাম্পাসটা ছোট, মেইন গেট না থাকায় যে কেউ যখন খুশি ঢুকে পড়ছে। রাতে হোস্টেলে থাকতেও ভয় লাগে।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
একইভাবে ডিভিএম ২০ ব্যাচের শিক্ষার্থী মো. সাইমুন হাসান বলেন, প্রায় দুই বছর ধরে আমরা ফটক চেয়ে আসছি। কিন্তু কোনো অগ্রগতি চোখে পড়ছে না। আমাদের দাবি, দ্রুত কাজ শুরু হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আমাদের মাননীয় উপাচার্য স্যার বরিশাল ক্যাম্পাসের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছেন। গেট নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বরিশাল ক্যাম্পাসের মেইন গেটের ডিজাইন সম্পন্ন হয়েছে এবং টেন্ডারও দেওয়া হয়েছে। খুব শিগগির কাজ শুরু হবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের অর্থায়নে গেটের দুই পাশে ১৪০ ফিট বাউন্ডারি নির্মাণের জন্যও টেন্ডার সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে যানবাহন চলাচলের সুবিধার্থে পূর্বের মেইন গেটটি ভেঙে ফেলা হয়। সেই থেকে ক্যাম্পাস এলাকায় খোলা চৌহদ্দির পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ৭:০৬:৫৯ ● ৬৫ বার পঠিত