
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় তুলাতলী রাখাইনপাড়া থেকে ডালবুগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সিলকোট উঠে গিয়ে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কাদামাটি বেরিয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একটি কালভার্টও। এ সড়ক দিয়ে চলাচলকারী অটোবাইক ও মোটরসাইকেল যাত্রী নামিয়ে কোনোমতে যাতায়াত করছে। বড় যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এই সড়ক দিয়ে ডালবুগঞ্জ ইউনিয়নের অন্তত ১৪টি ও আশপাশের আরও ৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ কলাপাড়া উপজেলার সঙ্গে যোগাযোগ করে থাকে। দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এসব এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জেহাদি বলেন, তুলাতলী থেকে পক্ষিয়াপাড়া পর্যন্ত তিন কিলোমিটার কার্পেটিং সড়ক এবং এরপর দুই কিলোমিটার ইটবিছানো সড়ক—দুটোরই অবস্থা এখন চলাচলের অযোগ্য। একমাত্র এই সড়ক দিয়েই ইউনিয়নের মানুষ উপজেলা সদরে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, গত বছর একটি ঝুঁকিপূর্ণ কালভার্ট সংস্কারে নিজের তহবিল থেকে ১৫ হাজার টাকা খরচ করেছেন। বারবার উপজেলা সভায় সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।
ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যুথি জানায়, একদিন কলাপাড়ায় যেতে তাকে চারবার অটো থেকে নামতে হয়েছিল।

পক্ষিয়াপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ খান বলেন, সড়কটির দুরবস্থার কারণে তারা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন বলেন, সড়কটি সংস্কারের তালিকায় রয়েছে। পর্যায়ক্রমে কাজ করা হবে।