ফুলবাড়ীতে বাল্য বিয়ে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে বাল্য বিয়ে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২


ফুলবাড়ীতে বাল্য বিয়ে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার রীতা মন্ডল, উপজেলা ডেভলপমেন্ট ফাসেলিটেট কর্মকর্তার মোঃ আখতার আহসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১৭ ● ৪৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ