গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯


গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

গোপালগঞ্জ  সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন চলবে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলি অনুসারে অনলাইনে আবেদন করা যাবে।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং বা এজেন্ট পয়েন্টের মাধ্যমে প্রতি অনুষদে আবেদন ফি বাবদ ৯০০ টাকা দিতে হবে। এ বছর ৯টি অনুষদের অধীনে ৩৪ বিভাগে মোট তিন হাজার ৭০ (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; ‘এ’, ‘বি’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৬ ● ৫১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ