বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবিতে ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার ১৪

প্রথম পাতা » সর্বশেষ » বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবিতে ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার ১৪
বুধবার ● ১৪ আগস্ট ২০১৯


বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবিতে ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার ১৪

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দলছুট কচুরিপানার মতো ভাসতে ভাসতে পায়রা বন্দর চ্যানেলের প্রবেশদ্বার বয়া জাপটে ধরেন জেলে আলী হোসেন। বয়স ৩০-৩৫ বছর। আলী হোসেন জানান, সোমবার তাঁদের নুর-আফসার কোম্পানির ট্রলারটি ১৫ জেলেসহ গভীর সাগরবক্ষে ডুবে যায়। এরপর আর কিছুই মনে নেই। মঙ্গলবার দুপুরে কলাপাড়ার চাপলী বাজারের সগির কোম্পানির ট্রলার কিনারে ফেরার সময় বয়ার সঙ্গে ভাসতে দেখে আলী হোসেনকে উদ্ধার করেন। বর্তমানে আলী হোসেন চাপলী বাজারে বেল্লাল সরদারের কাছে রয়েছেন। আলী হোসেন একদিন সাগরে ভেসেছেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। বাবার নাম আলী হোসেন। তার ডুবে যাওয়া ট্রলারের মাঝির নাম নুরউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার পরে আরও ১৩ জেলেকে গঙ্গামতির সাগরের অগভীর এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পায়রা বন্দর চ্যানেলের রামনাবাদ সাগর মোহনায় বেল্লাল খন্দকারের একটি ট্রলার সাত জেলেসহ ডুবে যায়। এক ঘন্টা ভাসার পরে লালুয়ার ব্যুরোজালিয়ার জেলেরা এদের উদ্ধার করেন। এরা হচ্ছে, আব্দুল হক, মিজানুর, ছলেমান, জলিল, মো. আবু, জুয়েল ও মতিন। একই স্পটে বিকেলে ডুবে যায় জহিরুল ইসলামের একটি ট্রলার। এটিতে ছিল পাঁচ জেলে। এদেরকে দুই ঘন্টা পরে উদ্ধার করেন অপর জেলেরা। এরা হচ্ছে হারুন ফকির, কালাম মিয়া, তরিকুল ও সুনিল। এরা সবাই ব্যুরোজালিয়ার দুই আড়তমালিকের হেফাজতে রয়েছেন। তবে মাঝি বেল্লাল ও জহিরুল ট্রলারসহ নিঃস্ব হয়ে গেছেন। এরা এখন ফের কিভাবে সাগরে মাছ শিকারে ফিরবেন তাও বুঝতে পারছেন না।

গঙ্গামতি সৈকতে অচেতন পর্যটক উদ্ধার:

গঙ্গামতি সৈকতে অচেতন পর্যটক রানা
মঙ্গলবার রাতে গঙ্গামতি সৈকত থেকে অচতেন অবস্থায় রানা নামের এক যুবক পর্যটককে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মহিপুর থানার ওসি সোহেল আহাম্মদ জানান, মধ্যরাতে ওই যুবককে উদ্ধার রাত দেড়টার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার চেতনা ফিরে এসেছে। তবে তাঁকে অনেকটা নেশাগ্রস্ত মনে হয় বলে এ পুলিশ কর্মকর্তার ধারনা। রানা রাতে তার ঠিকানা বরিশালের ৫৬ নম্বর ওয়ার্ডে বলেছেন। তবে বুধবার সকাল থেকে মুখে কুলুপ এঁটেছেন। পুলিশ এ যুবককে নিয়ে পড়েছেন বিপাকে। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলিন বুধবার দুপুরে জানান, রানাকে নেশাগ্রস্ত মনে হচ্ছে। এখন সুস্থ রয়েছে। ইচ্ছা করেই নাম ঠিকানা সঠিক বলছে না।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:০৭ ● ৩৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ