খালেদার ওকালতনামায় স্বাক্ষরে বাধা, স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে নোটিশ

প্রথম পাতা » রাজনীতি » খালেদার ওকালতনামায় স্বাক্ষরে বাধা, স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে নোটিশ
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯


খালেদার ওকালতনামায় স্বাক্ষরে বাধা, স্বরাষ্ট্র সচিবসহ ৫ জনকে নোটিশ

ঢাকা সাগরকন্যা অফিস॥

দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাঁচ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও ঢাকার জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টকে এ নোটিশ পাঠানো হয়।
মঙ্গলবার (৯ জুলাই) রজিস্ট্রি ডাকযোগে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল এ নোটিশ পাঠান। পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বারবার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। ওকালতনামা ছাড়া একজন বন্দিকে কোর্টে প্রতিনিধিত্ব করা যায় না। যেটা একজন বন্দির অধিকারের মধ্যে পড়ে। ওকালতনামায় স্বাক্ষর দেওয়া তার আইনগত ও সাংবিধানিক অধিকার।
নোটিশ বলা হয়, আগামি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১২ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ