নাটোরে বাস চাপায় হতাহত-২

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে বাস চাপায় হতাহত-২
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯


নাটোরে বাস চাপায় হতাহত-২

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥

নাটোরের পিটিআই বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় বাদল মিয়া (৪০) নামে অটো রিক্সাভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ সময় নুর আলম নামে আরো একজন আহত হয়েছে। নিহত বাদল মিয়া নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
রবিবার (২৮ এপ্রিল) নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত নুর আলমকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের পশ্চিমাঞ্চল হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হামিদ জানান, রবিবার বেলা পৌনে ১১টার দিকে নাটোর সদর উপজেলার পিটিআই বাইপাস মোড় এলাকায় দ্রুত গতির রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস একটি অটো রিক্সাভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় রিক্সা ভ্যানের দুই যাত্রী ছিটকে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়রি সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মিয়াকে মৃত ঘোষনা করেন ।
আহত নুর আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলএবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৬ ● ৫৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ