সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


---

সাতক্ষীরা সাগরকন্যা প্রতিনিধি॥
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্ত্রী শাহিদা খাতুনকে (১৮) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আবুল কাশেম (২১) নিজে আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গুতিয়াখালী চর থেকে আবুল কাশেমকে অচেতন অবস্থায় ও নিহত শাহিদাকে ঘর থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে কাশেম পুলিশ পাহারায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাহিদা খাতুন উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর মেয়ে এবং ঘাতক আবুল কাশেম একই গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন কাশেম জানান, তিনি একজন ইটভাটা শ্রমিক। প্রায় আট মাস আগে পারিবারিকভাবে শাহিদার সঙ্গে তার বিয়ে হয়। এর কিছুদিন পর তিনি খর্নিয়া ইটভাটায় কাজ করতে চলে যান। এরমধ্যে তিনি বাড়িতে এলেও স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভাল যাচ্ছিল না। সর্বশেষ গত মঙ্গলবার বাড়িতে আসলেও তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। গত বুধবার রাতে শাহিদা ঘরে না আসায় তাকে জোর করে ঘরের ভেতর আনলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহিদাকে তিনি শ্বাসরোধ করে হত্যার পর তাকে খাটে কাঁথা দিয়ে ঢেকে মশারি টাঙিয়ে ঘর থেকে তিনি বেরিয়ে যান। পরে তিনি নিজেও আত্মহত্যার জন্য বিষপান করেন। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, শাহিদারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আবুল কাশেমকে পুলিশ পাহারায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৬:১০ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ