গলাচিপায় ৩ হাজার কৃষকের মাঝে বীজ সার বিতরণ

প্রথম পাতা » সারাদেশ » গলাচিপায় ৩ হাজার কৃষকের মাঝে বীজ সার বিতরণ
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
দেশের খাদ্য চাহিদা পূরণে বর্তমান সরকার নিরলস ভাবে কৃষকদের উন্নয়নের জন্য কাজ করছে- এস.এম শাহজাদা (এমপি)। বুধবার গলাচিপার উপজেলা পরিষদ হলরুমে খরিফ-১/২০১৯ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য এ কথা বলেন। গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে গলাচিপার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার কৃষকদের মাঝে প্রতি জনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার  আনুষ্ঠানিক ভাবে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ, কৃষি সম্প্রসারণ উন্নয়ন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম দুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেরা কৃষি অফিসার এস.আর এম সাইফুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল। অনুষ্ঠানে সার, বীজ বিতরণ কালে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, দক্ষিণাঞ্চলের কৃষকরা অতি লোভের আশায় তরমুজ চাষ করে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজ তারা নিঃস্ব। তিনি এমন সব শষ্য পণ্য চাষ করতে হবে যেটা আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো যায়। তিনি ভুট্টা, মুগ ডাল সহ বিভিন্ন আউশ, বোরো চাষে উদ্বুদ্ধ হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। তিনি শেখ হাসিনা সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে সবচেয়ে বেশি প্রণোদনা এবং কৃষি বীজ, সার ও প্রশিক্ষণ সহ শষ্য পণ্য কৃষকদের দ্বারে পৌঁছে দিচ্ছে যা অন্য কোন সরকার কৃষকদের স্বার্থে করেনি। অনুষ্ঠানে গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:১৩ ● ৫৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ