বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ৯ জেলের কারাদন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ৯ জেলের কারাদন্ড
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) থেকে॥
বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে পুলিশ। এ সময় জাটকা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আটক ৯ জেলের প্রত্যেককে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই. সোহাগ ফকিরের নেতৃত্বে একটি টিম তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার মশারী জাল জব্দ করে। জব্দকৃত জালের মূল্য ২৫ লক্ষ টাকা বলে দাবী করেন এস.আই. সোহাগ ফকির।

একই সময় জাটকা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন  হান্নান, মিরাজ, বাবু, আইয়ুব আলী, খবির, হালিম, হোসেন মীর, মজিবুর রহমান ও রাজ্জাক। এদের প্রত্যেকের বাড়ি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর ও মঠবাড়িয়া গ্রামে। পরে জালসহ আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে জাটকা শিকারের অপরাধে প্রত্যেক জেলেকে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদান করেন এবং জব্দকৃত নিষিদ্ধ জালে অগ্নিসংযোগ করে ধ্বংসের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১১:১১:০৭ ● ৪৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ