তাপ বিদ্যুত কেন্দ্র কলাপাড়ায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন ছাড়াও পাচ্ছেন তিনগুন ক্ষতিপূরণ

প্রথম পাতা » পায়রা বন্দর » তাপ বিদ্যুত কেন্দ্র কলাপাড়ায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন ছাড়াও পাচ্ছেন তিনগুন ক্ষতিপূরণ
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা জমির দামের তিনগুন ক্ষতিপুরন পাচ্ছেন। এ জন্য মোট ৯৩০ দশমিক ৬০৫ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষের পথে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের চারটি মৌজা থেকে এ পরিমান জমি অধিগ্রহণ করা হচ্ছে। দেবপুর মৌজা থেকে ২৮৯ দশমিক ৩১ একর। পাঁচজুনিয়া মৌজা থেকে ২০১ দশমিক ৭৪ একর। চালিতাবুনিয়া মৌজা থেকে ২৪ দশমিক ৫৫৫ একর এবং ধানখালী মৌজা থেকে ৪১৫ একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চুড়ান্ত পর্যায়। এক্ষেত্রে জমিহারা মানুষ পুনর্বাসন ছাড়াও নাল জমিতে শতক প্রতি ১২ হাজার ৩০০ টাকা থেকে শুরু করে ২৭ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপুরন পাচ্ছেন। ভিটায় শতাংশে ২১ হাজার থেকে ৪৭ হাজার টাকা ক্ষতিপুরন পাচ্ছেন। এছাড়া বসতঘর, গাছপালা, মাছসহ সকল ক্ষতিপুরন যথাযথভাবে পাচ্ছেন। ইতোমধ্যে ডিপিপি পাশ হয়েছে। আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আশ্রাফউদ্দিন আরও জানান, এখানে চারটি মৌজায় ক্ষতিগ্রস্ত ঘরের মালিকদের পুনর্বাসনের জন্য ১৫ দশমিক ৩৭ একর জমিতে দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৩ ● ১৫৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ