শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থ বছরের প্রথম চা নিলাম ৩০ এপ্রিল

প্রথম পাতা » সর্বশেষ » শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থ বছরের প্রথম চা নিলাম ৩০ এপ্রিল
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯


শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থ বছরের প্রথম চা নিলাম ৩০ এপ্রিল

মৌলভীবাজার সাগরকন্যা প্রতিনিধি॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থ বছরের আন্তর্জাতিক চা নিলাম অনুষ্ঠিত হবে ২০ মে। তবে প্রথম নিলামটি চলতি মাসের ৩০ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল অবস্থিত প্রকল্প উন্নয়ন ইউনিট সূত্র জানায়, চা মৌসুমে মোট ৪৫টি নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪টি চট্টগ্রামে এবং অবশিষ্ট ১১টি শ্রীমঙ্গলে।
বাংলাদেশ টি বোর্ডের আওতাধীন টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র আরো জানায়, আগে শুধু চট্টগ্রামেই নিলাম কেন্দ্রেই চায়ের আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হতো। ২০১৮ সালের মে মাসে প্রথমবারের মতো চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র চালু হয়েছে শ্রীমঙ্গলে।
প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক বলেন, চলতি মাসের ৩০ এপ্রিল চট্টগ্রামেই নিলাম কেন্দ্রে এ মৌমুসের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে। আর শ্রীমঙ্গলে হবে ২০ মে। এছাড়াও শ্রীমঙ্গলে যে তারিখগুলোতে চায়ের নিলাম অনুষ্ঠিত হবে সে তারিখগুলো- ২৫ জুন, ৩০ জুলাই, ২৬ আগস্ট, ২৩ সেপ্টেম্বর, ২৮ অক্টোবর, ২৫ নভেম্বর, ৩০ ডিসেম্বর, ২৭ জানুয়ারি ২০২০, ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২ মার্চ ২০২০ বলে ড. একেএম রফিকুল হক জানান। বাংলাদেশ চা বোর্ড সূত্র জানায়, সরকারি ছুটির কারণে কয়েকটি নিলাম পূর্বনির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হবে। আশুরার ছুটির কারণে ১৮তম নিলাম ১০ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার ছুটির কারণে ২২তম নিলাম ৮ অক্টোবারের পরিবর্তে ৯ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির কারণে মৌসুমের সর্বশেষ ৪৫তম নিলাম আগামি ১৭ মার্চ ২০২০ এর পরিবর্তে ১৮ মার্চ ২০২০ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৪:২৫ ● ৫২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ