নুসরাত হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » নুসরাত হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯


সচিবালয়ে সাংবাদিকদের বলেন আইনমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নুসরাত হত্যার বিচার প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না। জঘন্যতম এ হত্যাকা-ের বিচার দ্রুত নিষ্পত্তি করে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। আনিসুল হক বলেন, নুসরাতের ঘটনায় প্রসিকিউশনকে বলেছি যেন দ্রুত ও সর্বোচ্চভাবে তারা তাদের কাজটা করে। পোড়া শরীর নিয়ে টানা পাঁচ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ে বিগত বুধবার রাতে না-ফেরার দেশে চলে গেছেন নুসরাত।
নুসরাত জাহান এবার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষা দিচ্ছিলেন। তিনি সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামের মাওলানা এ কে এম মুসা মানিকের মেয়ে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। গত ৬ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা ভবনের ছাদে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন দেয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। নুসরাতের পরিবারের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা গত ২৭ মার্চ নুসরাত জাহানের শ্লীলতাহানির চেষ্টা করেন। নুসরাত বিষয়টি বাসায় জানালে তাঁদের মা সোনাগাজী থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে সোনাগাজী থানা পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে। এরপর মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় অধ্যক্ষের লোকজন। কিন্তু নুসরাত অপারগতা প্রকাশ করেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫০:২২ ● ৪৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ