মির্জাগঞ্জে উপজেলায় নির্বাচিত হলেন যারা

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জে উপজেলায় নির্বাচিত হলেন যারা
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর মির্জাগঞ্জ চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচিত হওয়ায় বেরকারিভাবে তিন জন প্রার্থী নির্বাচিত হয়েছে। আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে সাধারণ ভোটারের ভালোবাসা নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে খাঁন মোঃ আবুবকর সিদ্দিকী। স্বতন্ত্র প্রার্থী খাঁন মোঃ আবুবকর সিদ্দিকী (কাপ-পিরিচ প্রতীক) নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৯৪৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ গাজী আতাহার উদ্দীন আহম্মেদ (নৌকা প্রতীক) নিয়ে পেয়েছেন ১১ হাজার ২৭৮ ভোট। এদিকে ভাইস-চেয়ারম্যান পদে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার (মাইক প্রতীক) নিয়ে ১৪ হাজার ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ প্রতীক) নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫২২ ভোট এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিসেস হাসিনা হাবিব(হাঁস প্রতীক) ১৫ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট  আয়শা সিদ্দিকা (কলস প্রতীক) পেয়েছেন ১৪ হাাজর ৪০২ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটারের মধ্যে ৪২% ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৬:২১ ● ৫৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ