অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি সংবর্ধিত

প্রথম পাতা » সর্বশেষ » অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি সংবর্ধিত
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯


---

মোঃ মনিরুল ইসলাম, মহিপুর থেকে॥
মহিপুর থানার  ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষথেকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম সিকদার, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, ধানখালী কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মহিপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্যের এপিএস মোঃ তরিকুল ইসলাম মৃধা, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: জসিম উদ্দিন, ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সবুজ, মহিপুর থানা শ্রমীকলীগের সভাপতি মোঃ কালাম ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল মৃধা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কলাপাড়া উপজেলায় যেভাবে উন্নয়নের কর্মজজ্ঞ  চলছে আগামী ৫ বছরে কোন লোক বেকার থাকবে না।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৯ ● ৫৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ