
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
গণভোট ও জাতীয় নির্বাচনে আচরণবিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন প্রত্যন্ত এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্যেভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণভোট বিষয়ক উঠান বৈঠকে তিনি অংশ নেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভোটদান নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, হ্যাঁ ভোট দিলে দেশ পরিবর্তন হবে, আর না ভোট দিলে দেশ আগের মতোই থাকবে। দীর্ঘ ১৫ বছরে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। এবার সেই সুযোগ এসেছে। দেশকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণই রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে; গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
উঠান বৈঠকে জেলা প্রশাসক ভোটারদের নির্বাচনকালীন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং কোনো ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিনি গণভোট, পোস্টাল ব্যালট, ভোট প্রদান পদ্ধতি ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সাধারণ মানুষের মতামত শোনেন। সভা শেষে গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।