ভোটার তালিকায় অনিয়ম, কলাপাড়ায় প্রতিবন্ধীদের মানববন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » ভোটার তালিকায় অনিয়ম, কলাপাড়ায় প্রতিবন্ধীদের মানববন্ধন
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
ভোটার তালিকায় অনিয়ম ও ভোট দিতে না পারায় পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে চাকামইয়া ইউনিয়নের শাপলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীরা। শুক্রবার সকালে ৫নং পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেল্টারের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কলাপাড়া শাখার কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধনে আব্দুর রশিদ, জয়ফুল বিবি, ইদ্রিস মোল্লা বলেন, তাদের তালিকায় ২৯৭জন ভোটার রয়েছে আর কর্মকর্তাদের কাছে ২১৮জনের। এর মধ্যে ১৪৬জন ভোট দিয়েছে, ভোটের দিন ১১মার্চ অনেককে ভোট না দিয়ে চলে যেতে হয়েছে। বক্তারা আরো বলেন, কর্মকর্তাদের কার্য হাসিলের জন্য ৭নং ওয়ার্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ৬নং ওয়ার্ড থেকে কোষাধ্যক্ষ বানিয়েছে। পূনরায় ভোট দাবী করে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে বক্তারা।

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫৩ ● ৪৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ