দশমিনায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ, গ্রেফতার ১

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ, গ্রেফতার ১
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


---

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা উপজেলায় যৌতুকের দু’লাখ টাকা দিতে না পারায় তিন সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সাথে জুলিয়ে পালিয়েছে পাষন্ড স্বামী, এমন অভিযোগ উঠেছে। শনিবার বিকালে রনগোপালদী ইউনিয়নের পাতার চর এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় দশমিনা থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
থানা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মোঃ হাসেম সরদারের মেয়ে মোসাঃ খায়রুন বেগমকে প্রায় ১৫বছর আগে পাশ্ববর্তী ইউনিয়ন রনগোপালদীর পাতার চর গ্রামের মোঃ মিলন সরদারের ছেলে মোঃ রিয়াজ হোসেনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে তিন পুত্র সন্তান রয়েছে। নিহত খায়রুনের চাচাতো ভাই মোঃ আসাদুল অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য আমার বোনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। কিছুদিন আগে খায়রুনের মেঝো ছেলে শাওনের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করে ভগ্নিপতি রিয়াজ।  ওই অনুষ্ঠানে রিয়াজের দাবী ছিল আমাদের বাড়ী (শশুড় বাড়ী) থেকে দু’লাখ টাকা নজোরানা দিতে হবে। আমরা ১টি গরু ও নগত ৭০ হাজার টাকা দিয়েছি । এতে ক্ষিপ্ত হয়ে  আমার বোনকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। নিহতের মোঝো ছেলে মোঃ শাওন বলেন, আমার মাকে দুপুরে বাবা মারধর করেছে। এদিকে ছোট ও বড় ছেলেকে নিয়ে ঘাতক স্বামী পালিয়েছে বলে স্থানীয় লোকজনে জানিয়েছেন। থানা পুলিশ নিহতের লাশ পটুয়াখালী ময়না তদন্তের জন্য প্রেরন করেছেন। মামলার আইও এস আই নুর আলম বলেন, নিহতের নাক ও কানে জমাট বাধা রক্ত বিভিন্ন স্থানে ফুলা জখমের দাগ রয়েছে। আতœহত্যার আলামত পাওয়া যায়নি। ময়না তদন্তে রির্পোট পাওয়া গেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা । এদিকে নিহতের বাবা মোঃ হাসেম সরদার গতকাল রোববার দশমিনা থানায় ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘাতক স্বামীর মা মোসাঃ তারা বিবি’কে গ্রেফতার করেছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৫৭ ● ৫১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ