বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমীর খসরু

প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমীর খসরু
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
নির্বাচন ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রতিবেদনে তারা (যুক্তরাষ্ট্র) যে কথাগুলো বলেছে, সেগুলো বাংলাদেশের মানুষের মনের কথা। আজ সারাবিশ্ব এটা অনুধাবন করতে পারছে, আসলে বাংলাদেশে কী হয়েছে। বিশ্ববাসী আজকে উদ্বিগ্ন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গণতান্ত্রিকগামী দেশগুলো আজকে উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। শনিবার বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এ্যাবের নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন আমীর খসরু। এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব জি কে মোস্তাফিজুর রহমান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, এ্যাবের যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ কেনেডি, শামীমুর রহমান শামীম, শামসুল আলম তোফা। একাদশ সংসদ নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূল্যায়ন নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর কাছে। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার যত লঙ্ঘন হচ্ছে তার প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদনে। বাংলাদেশে বিচারহীনতার যে প্রহসন চলছে, সেটার প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদনে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, তারা সঠিকভাবে তুলে ধরেছে। বাংলাদেশে এখন সঙ্কট চলছে দাবি করে তা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমীর খসরু। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি বলেন, বাংলাদেশের গরিব মানুষ ও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনিতে গত ১০ বছরে তাদের প্রকৃত আয় কমে গেছে। এই ধরনের মূল্য বৃদ্ধির মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৪:০৯:২৫ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ