নেছারাবাদে ইয়াবাসহ গ্রেফতার-৩

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ গ্রেফতার-৩
শনিবার ● ২৯ মার্চ ২০২৫


নেছারাবাদে ইয়াবাসহ গ্রেফতার-৩

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে স্বামী স্ত্রীসহ তিনজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কেšরিখাড়া গ্রামের মাসুম বিল্লার ছেলে রিয়ন (২৮) তার স্ত্রী রাবেয়া আক্তার সাথী (৩৭) ও স্বরূপকাঠী গ্রামের মো. আফজাল হোসেন এর মেয়ে শিল্পী বেগম (৩৪)।
শুক্রবার রাতে উপজেলার ছারছীনা শরীরের সামনের মূল সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে  মাদক নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা দায়ের শেষে শনিবার দুপুরে আসামিদেরকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে স্বরূপকাঠী পৌর শহরের ছারছিনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী করিলে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:০৭ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ