নেছারাবাদে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫


নেছারাবাদে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে সকল শহীদ নেতা-কর্মীর আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-২ আসনের মনোনায়ন প্রত্যাশি, জেলা বিএনপি’র সদস্য, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন রিপন সভাপতিত্বে এবং সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ ওয়ালিউল্লাহ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহিন আহম্মেদ, আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন হিরন, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব, মোঃ মহাসিন মিয়া, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক সজিব প্রমুখ। ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ নেতা-কর্মীর আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৫৮ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ