কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর গণসংযোগ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিঠুর গণসংযোগ
শনিবার ● ১৬ মার্চ ২০১৯


---

কাউখালী সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু  বই প্রতীকের প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন। প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে পথসভা করছেন। শনিবার দিনভর উপজেলার আমরাজুড়ি, শিয়ালকাঠী, বেকুটিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও  পথসভা করেছেন কামরুজ্জামান মিঠু এ ছাড়া দুপুরে ন্যাশনাল সার্ভিসের সাবেক কর্মরত সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় কামরুজ্জামান মিঠুর সাথে স্থানীয় নেতাকর্মী ও বই মার্কার কর্মী-সর্মথকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৭ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ