নেছারাবাদে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় জনদূর্ভোগ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় জনদূর্ভোগ
সোমবার ● ১৭ মার্চ ২০২৫


নেছারাবাদে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় জনদূর্ভোগ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জনসাধারনের চলাচলের রাস্তার অধিকাংশ বেড়া দেওয়ায় জনদূর্ভোগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সমুদয়কাঠী উনিয়নের অশ্বত্থকাঠি গ্রামের শাহাদাত হোসেন এর বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয়রা। স্থানীয়রা বাধা দিলে শাহাদাত হোসেন এর স্ত্রী খাদিজা বেগম তাদের উপর চড়াও হয় এবং তাদের হয়রানী করার জন্য থানায় অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, শাহাদাত হোসেন তার বসত বাড়ীর সামনের কাচা রাস্তার অধিকাংশ বেড়া দিয়ে আটকে রেখেছে। যার ফলে জনসাধারনের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং প্রয়োজনীয় কৃষিপন্য, ট্রাকটর নিয়ে চলাচলে সমস্যা হয়।
গত শুক্রবার স্থাণীয়রা শাহাদাত হোসেনকে রাস্তা থেকে বেড়া সরিয়ে নিতে বলায় তাদের উপর চড়াও হয় এবং হাতা-হাতির ঘটনা ঘটায়। বিয়ষ স্থাণীয় যুবনেতা মো. রিয়াজ মৃধার মাধ্যমে প্রাথমিক সমাধান হলেও তাদের হয়রানী করার জন্য শাহাদাত হোসেন থানায় অভিযোগ করেন।

যুবনেতা মোঃ রিয়াজ মৃধা বলেন, শাহাদাত হোসেনের বাড়ীর সামনের রাস্তাটি ১৬ ফুট হলেও আছে মাত্র ৫ ফুট। আমরা তাকে চলাচলের রাস্তা থেকে বেড়া সরিয়ে নিতে বলায় স্থানীয় লোকজনের উপর চড়াও হয়। আমরা স্থানীয়রা এর থেকে  প্রতিকার চাই।
শাহাদাত হোসেন বলেন, আমি ১২ কাঠা জায়গা ক্রয় করে ঘর-বাড়ী নির্মান করে বসবাস করিতেছি। বাড়ীর সামনের রাস্তা কত ফুট তা আমি জানি না। তবে আমি সীমানা পিলালেরর মধ্যেই আছি, রাস্তা দখল করিনাই। রাস্তা পাশের খালের মধ্যে চলে গেছে। স্থানীয়রা আমাকে ও আমার স্ত্রী সন্তানকে রাস্তায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারধর করে। রিয়াজ মৃধা দাড়িয়ে স্থানীয়দের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা সমাধান করে দেয়। আমি থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
নেছারাবাদ থানার এস আই মোঃ নাঈম হোসেন জানান, শাহাদাত হোসেনের স্ত্রী খাদিজা বেগম একটি অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩৪ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ