বামনায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

প্রথম পাতা » বরগুনা » বামনায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪


বামনায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল শনিবার বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বামনা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার নায়েবে আমির মাওঃ মোঃ আফজালুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারি সেক্রেটারি মোঃ শামীম আহসান, জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমির হাঃ মাওঃ মোঃ সাইদুর রহমান, বামনা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এনায়েত কবীর হাওলাদার, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর। বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান শামীম, সাবেক উপজেলা আমির মোঃ হারুন অর-রশিদ, জামায়াতে ইসলামীর উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওঃ মোঃ মাহবুবুর রহমানসহ বামনা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-শৃংখল সংগঠন। তিনি জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সদস্যদের কুরআনের বিধান অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪৮ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ