গৌরনদীতে বিএনপি ও যুবদলের হামলায় আহত-৫

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বিএনপি ও যুবদলের হামলায় আহত-৫
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে বিএনপি ও যুবদলের হামলায় আহত-৫

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বিএনপি যুবদল নেতাকর্মী ও সমর্থকদের হামলা-পাল্টা হামলায়  বিএনপি নেতাসহ ৫নেতা-সমর্থক আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কটকস্থল এলাহী গ্যাস পাম্পের সামনে ও সন্ধ্যায় বার্থী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দোকানদার যুবদল সমর্থক নয়ন তালুকদার (২২)কে ঢাকা পঙ্গু হাসপাতালে ও বার্থী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির  সভাপতি আব্দুর রহিম ফকির (৪০)কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ওয়ার্ড বিএনপির  সভাপতি আব্দুর রহিম ফকির অভিযোগ করে বলেন,  উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ড থেকে  একটি আটোভ্যান যোগে আমি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বার্থী বাজারের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে অপর একটি অটোভ্যান বেপরোয়া গতিতে আমাদের ভ্যানকে ঘেঁষা দিয়ে ওভারটেক করে যায়।     বার্থী বাজারে পৌছে ওই ভ্যান চালককে বেপরোয়া গতিতে ভ্যান চালানোর  বিষয় জিজ্ঞাসা করলে আমার সাথে ভ্যান চালকের বাকবিতন্ডা বাঁধে।  এক পর্যায়ে আমি ওই ভ্যান চালককে একটি থাপ্পর দেই। এ সময় বার্থী ইউনিয়ন যুবদলেরর সহ-সভাপতি কাইয়ুম খান ও তার ৮/১০ সহযোগী ওই ভ্যান চালকের পক্ষ নিয়ে আমাকে বেদম মারধর করে। আহত অবস্থায় আমাকে উদ্ধার করে স্থানীয়য়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বার্থী ইউনিয়ন যুবদলের সহসভাপতি কাইয়ুম খান অভিযোগ অস্বীকার করে বলেন, রহিম ফকিরের ওপর হামলার ঘটনার সাথে আমি জড়িত নাই। রহিমের নেতৃত্বে ১৫/২০ জনে ওইদিন রাতে এলাহী গ্যাস পাম্পের সামনে হামলা চালিয়ে আমার মোটর সাইকেল চালক পান্নু মোল্লাকে পিটিয়ে আহত করে। এ সময় পান্নুকে উদ্ধারের জন্য পাম্পের দোকানদার যুবদল সমর্থক নয়ন তালুকদার(২২) ও মান্নান তালুকদার (২৮) এগিয়ে এলে তাদেরকেও  পিটিয়ে আহত করে তারা। গুরুতর হাত ভাঙ্গা অবস্থায় নয়ন তালুকদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান,  এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:১৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ