গৌরনদীতে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪


গৌরনদীতে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে পারটেক্স ফার্নিচারের কারখানা- গোডাউন সম্পূর্ন ও দুইটি দোকান আশিংক ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে গৌরনদী পৌরসভার  উতত্র বিজয়পুর এলাকার গৌরনদী টিএন্ডটি মোড়  নামকস্থানে  এ অগ্নিকান্ডের ঘটান ঘটে। এ অগ্নিকান্ডে ২৫ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতির  হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারনা করছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম জানান, গৌরনদী টিএন্ডটি মোড়ে শনিবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে জাকির হোসেন হাওলাদারের মালিকানাধীন পারটেক্স ফার্নিচারের কারখানায় আগুন জøতে দেখে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান  শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা আপ্রাণ চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে জাকির হোসেন হাওলাদারের পারটেক্স ফার্নিচারের কারখানা ও গোডাউনে থাকা মালামাল সম্পূর্ন এবং আবুল শরীফের মুদি  দোকান, সাকিব হাওলাদারের ব্যাটারীর দোকান আশিংক ভস্মীভূত হয়েছে।   তদন্ত ছাড়া অগ্নিকান্ডের কারণ  ও ক্ষয়ক্সতির পরিমান বলা সম্ভব হচ্ছে না বলে ফায়ার ষ্টেশনের সাব অফিসার মাহাবুব আলম জানান।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩২:৩৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ