গৌরনদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলণ

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলণ
শনিবার ● ২ নভেম্বর ২০২৪


গৌরনদীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলণ

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে পাকাসড়কের পাশ দিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে। তবে বালু উত্তোলণকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে রাজি হচ্ছেনা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, উপজেলার মাহিলাড়া-শরিকল সড়কের বছার এলাকার পাকাসড়কের পাশের একটি ডোবা থেকে গত কয়েকদিন যাবত উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ করে আসেছে। ফলে হুমকির মুখে পড়রছে পাকা সড়ক।
এবিষয়ে মনির হোসেন আকন বলেন, ডোবার মালিকের কাছ থেকে বালু কিনে তা উত্তোলণ করা হচ্ছে। যা পাকা সড়ক থেকে অনেক দুরত্বে।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:০৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ