আজ জন্মনেয়া শিশুর নাম তারেক রহমান রাখলেই দায়িত্ব নেবে জেলা যুবদল!

প্রথম পাতা » পটুয়াখালী » আজ জন্মনেয়া শিশুর নাম তারেক রহমান রাখলেই দায়িত্ব নেবে জেলা যুবদল!
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪


পটুয়াখালীতে তারেক রহমান নাম রাখলেই সদ্যপ্রসূত শিশুটির দায়িত্ব নেবে যুবদল!

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ধারণ, স্বেচ্ছায় রক্তদান ও দু:স্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিববার সকালে শহরের বনানী মোড়ে বিএনপি কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পটুয়াখালী জেলা যুবদল। ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক নারী-পুরষ-শিশুকে চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসম্মত, উন্নত খাবার প্রদান করা হয়।
জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারন সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি।
আলোচনা সভায় জেলা যুবদলের সাধারন সম্পাদক শিপলু খান বলেন, আজ জন্মনেয়া শিশুর নাম যদি কোন বাবা-মা তারেক রহমান রাখলে শিশুর ভবিষ্যৎ আলোকিত করতে সকল দ্বায়িত্ব নেবে জেলা যুবদল।
জেলা সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেক না কেটে, বর্নাঢ্য রেলীর আয়োজন না করে সেই টাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঔষধ বিতরণ ও খাবার প্রদান করা হয়।
কর্মসূচীতে বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ