মানবসেবায় ৭৫০ কোটি ডলার মূল্যের শেয়ার দান আজিম প্রেমজীর

প্রথম পাতা » বিশ্ব » মানবসেবায় ৭৫০ কোটি ডলার মূল্যের শেয়ার দান আজিম প্রেমজীর
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী আজিমে প্রেমজী তার প্রতিষ্ঠান উইপ্রো লিমিটেডের ৩৪ শতাংশ শেয়ার মানবহিতৈষী কর্মকা-ে দান করে দিয়েছেন। দান করা এ শেয়ারের মূল্য ৭৫০ কোটি ডলার। এ দান ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, বলছে এনডিটিভি।
উইপ্রোর এসব শেয়ার প্রেমজীর নিয়ন্ত্রণে ছিল। তিনি সেসব নিঃশর্তভাবে দান করেছেন বলে গতকাল এক বিবৃতিতে জানিয়েছে আজিম প্রেমজী ফাউন্ডেশন। “এর মাধ্যমে মানবহিতৈষী কর্মকা-ে প্রেমজীর মোট দানের পরিমাণ দাঁড়িয়েছে ২১ বিলিয়ন ডলারে, যার মধ্যে আছে উইপ্রোর ৬৭ শতাংশ মালিকানাও,” বলেছে তারা। আজিম প্রেমজীর এ দাতব্য ফাউন্ডেশন শিক্ষাখাতে সরাসরি এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক ভারতীয়দের নিয়ে কাজ করে এমন দেড় শতাধিক অলাভজনক প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে অনুদান দেয়। শিক্ষা ও মানব উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবী তৈরি ও গবেষণার লক্ষ্যে ফাউন্ডেশনটি বেঙ্গালুরুতে প্রেমজীর নামে একটি বিশ্ববিদ্যালয়ও করেছে। উইপ্রোর ৩৪ শতাংশ শেয়ার হাতে আসায় সামনের বছরগুলোতে মানবহিতৈষী কাজের মাত্রা আরও বাড়বে বলে বিবৃতিতে জানিয়েছে প্রেমজী ফাউন্ডেশন। শিক্ষা খাতে কাজ করা কর্মীর সংখ্যা এখনকার এক হাজার ৬০০-র তুলনায় অনেক বাড়বে, অনুদানমূলক কর্মকা- বাড়ানো হবে তিনগুণ, বলেছে তারা। বেঙ্গালুরুভিত্তিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও বাড়িয়ে ৫ হাজার করা হবে; শিক্ষকের সংখ্যা হবে ৪০০-র বেশি। ফাউন্ডেশন উত্তর ভারতে আরও একটি বিশ্ববিদ্যালয় করারও আগ্রহ দেখিয়েছে। ভারতে সাম্প্রতিক বছরগুলোতে অতি-ধনীদের দান করার প্রবণতা কমে এসেছে। ৫ কোটি ডলারের বেশি সম্পদের মালিক ভারতীয়রা ৫ বছর আগের তুলনায় এখন দাতব্য কাজে কম ব্যয় করছেন বলে গত সপ্তাহেই এক প্রতিবেদনে জানিয়েছে মিন্ট। প্রেমজী ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হলেন। ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় ৭৩ বছর বয়সী এ ভারতীয়র অবস্থান ৫১ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩১ ● ৪৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ