গলাচিপার ডাকুয়া ইউপিতে জেলেদের চাল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপার ডাকুয়া ইউপিতে জেলেদের চাল বিতরণ
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪


গলাচিপার ডাকুয়া ইউপিতে জেলেদের চাল বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে জেলে নামের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ডাকুয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিৎ রায় উপস্থিত থেকে জেলেদের মাঝে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, আমার ইউনিয়নের ৪৪২ জন জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ডাকুয়া ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, আমরা জেলেরা সকলেই চাল পেয়েছি। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপসহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো. নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সায়েম মিয়া, মো. উজ্জল, মহিলা ইউপি সদস্য মোসা. সালমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ