নেছারাবাদে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্মরণে দোয়া মিলাদ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্মরণে দোয়া মিলাদ
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪


নেছারাবাদে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের স্মরণে দোয়া মিলাদ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দেশে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় নেছারাবাদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার কামারকাঠী বাজারের হাজী মোহাম্মদ আলী মার্কেটে ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কামারকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫নং জলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মেহেদী সরোয়ার, হাজী মোঃ মিজানুর রহমান মজনু, হাজী মোঃ ফজলুল হক, মো. শফিকুল ইসলাম হিরু, মো. শামীম হাওলাদার এবং মাও: মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন পশ্চিম কামারকাঠি বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ মো. বনি আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন আরামকাঠি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মো. শরিফ উদ্দিন ফরাজি। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২১:৩৭ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ