দুমকিতে পানিতে ডুবে দু’ভাইবোনের মৃত্যু!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে পানিতে ডুবে দু’ভাইবোনের মৃত্যু!
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪


দুমকিতে পানিতে ডুবে দু’ভাইবোনের মৃত্যু!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে  হালিমা (৯) ও আবুবকর (৭) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে পানিতে ডুবির ঘটনাটি ঘটেছে।  মৃত শিশু হালিমা ও আবুবকর ওই এলাকার আব্দুর রহমান মৃধার ছেলে-মেয়ে বলে জানাযায়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শিশু আবুবকর ও হালিমা  বাসা থেকে খেলতে বের হয়। খেলার ফাঁকে আবুবকর পার্শ্ববর্তি পুকুরের পানিতে পড়লে সঙ্গে থাকা বোন হালিমা তাকে তুলতে গিয়ে সেও পানিতে ঝাপিয়ে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে  দু’ভাই-বোনকে পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান শিশুদ্বয়ের মৃত ঘোষণা করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান বলেন, ওই এলাকার গ্রাম পুলিশ মারফতে খবরটি জেনেছি কিন্তু পরিবারের পক্ষথেকে এখন পর্যন্ত জানানো হয়নি।

এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৯ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ