কুড়িগ্রামে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

প্রথম পাতা » রংপুর » কুড়িগ্রামে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
মঙ্গলবার ● ১২ মার্চ ২০১৯


---

কুড়িগ্রাম সাগরকন্যা প্রতিনিধি॥
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকায় পারিবারিক কলহে চাচার লাঠির আঘাতে রানা মিয়া (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রানা মিয়া ওই গ্রামের হালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রানার মৃত্যু হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের হালাল উদ্দিনের সঙ্গে ছোট ভাই হেলাল উদ্দিনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হেলাল উদ্দিন লাঠি দিয়ে বড় ভাই হালাল উদ্দিনকে আঘাত করলে বাবাকে বাঁচাতে কিশোর রানা এগিয়ে যায়। এ সময় চাচা হেলালের লাঠির আঘাত রানার মাথায় লাগলে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত রমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৪ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ