নেছারাবাদে মহান শহিদ দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মহান শহিদ দিবস পালিত
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদে মহান শহিদ দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, স্বরূপকাঠী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পহরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাত ফেরি। দিনটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার পাদদেশে অনুষ্ঠিত গণ সংগীত ও আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা, সাব-রেজিষ্ট্রি অফিসার মো. মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাস।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৮ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ