বামনার প্রসূতি ও নবজাতক হত্যার পালাতক আসামি ডাঃ সবুজ গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » বামনার প্রসূতি ও নবজাতক হত্যার পালাতক আসামি ডাঃ সবুজ গ্রেফতার
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪


বামনার প্রসূতি ও নবজাতক হত্যার পালাতক আসামি ডাঃ সবুজ গ্রেফতার

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলাধীন ডৌয়াতলা কলেজ রোডেস্থ সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াাগনষ্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মেঘলা আক্তার(২০) কে অস্ত্রোপাচারের সময় তার গর্ভে থাকা জীবিত সন্তানসহ  দু’জনই মারা যায়।
পরে মেঘলার বাবা মো: ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় আট জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১নং আসামী সুন্দরবন হসপিটালের এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সবুজ কুমার দাস পলাতক থাকা অবস্থায় শুক্রবার ভোর রাতে র‌্যাব-৯ এবং র‌্যাব-২ এর যৌথ অভিযানে ময়মসিংহ হতে তাকে আটক করেন। র‌্যাব শনিবার লিংক পেট্টল এর মাধ্যমে র‌্যাব ৯ এর সিপিসি-১ ক্যাম্প হতে সবুজ কুমার দাসকে গ্রহণ করে। র‌্যাব কর্তৃপক্ষ মাধ্যমে তাকে বামনা থানার দায়িত্বপ্রাপ্ত  পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের অনুমোদনহীন সুন্দরবন ক্লিনিক নামের বেসরকারি হাসপাতালের প্রসুতি ঐ নারী ভর্তি পর ভূল অস্রোপাচারে প্রসূতি নারী ও গর্ভজাত শিশু মারা যায়।

 

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১২:৩৩ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ