দুমকিতে কনকনে শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে কনকনে শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪


দুমকিতে কনকনে শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

মাঘ মাসের শুরুতেই পটুয়াখালীর দুমকিসহ দক্ষিনের উপকূলীয় এলাকায় জেকে বসেছে হাড় কাঁপানো শীত। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে উপকূলের বিভিন্ন এলাকায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বৃষ্টির সাথে উত্তরের হীম শীতল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় সপ্তাহব্যাপী ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কনকনে শীতে অসহনীয় হয়ে উঠেছে প্রত্যন্ত এলাকার জীবনযাত্রা। মাঘ মাসের শুরুতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গতকাল বৃহস্পতিবার দিনভর দেখা মেলেনি সূর্যের। দিনের তাপমাত্রাও নিম্নমুখী। এরমধ্যে যোগ হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এ বৃষ্টিতে শীতের দাপট আরও বেড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া, ছিন্নমূল ও শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। কেননা, হাড় কাঁপানো শীতে তারা কাজ করতে পারছেন না।
উপজেলা শহরের থানাব্রিজ এলাকার শ্রমজীবি আবদুস ছালাম হাওলাদার বলেন, ‘কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। এর ওপর হলো বৃষ্টি। কনকনে শীতে হাত-পা বরফ হয়ে যাচ্ছে। তবে বাড়িতে বসে থাকলে তো আর মুখে খাবার জুটবে না। তাই বাধ্য হয়ে এই শীত-বৃষ্টির মধ্যে কাজের সন্ধানে বের হয়েছি।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৫ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ