হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে কাল

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের, আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে কাল
সোমবার ● ১১ মার্চ ২০১৯


---


সাগরকন্যা ডেস্ক॥ 

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন সীমিত পর্যায়ে হাঁটাচলা করতে পারছেন। সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, সেতুমন্ত্রী এখন সীমিত পর্যায়ে হাঁটাচলা করতে পারছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাল মঙ্গলবার সকালে তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে। ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। ডা. রিজভী শনিবার জানিয়েছিলেন, সেতুমন্ত্রী কাদেরের শরীর থেকে সব ধরনের যন্ত্র খুলে ফেলা হয়েছে। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখতে দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনও এখন সিঙ্গাপুরে রয়েছেন। সোমবার সকালে তিনি বলেন, সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা উনাকে বিছানা থেকে উঠিয়ে চেয়ারে বসান। পরে স্ত্রীর সঙ্গে তার কথাও হয়। কাদেরের সঙ্গে তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের মেয় জাহাঙ্গীর আলম এখন সিঙ্গাপুরে রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৩ ● ৩০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ