গৌরনদীতে নতুন বইয়ে বাঁধভাঙা উচ্ছাস শিক্ষার্থীদের

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে নতুন বইয়ে বাঁধভাঙা উচ্ছাস শিক্ষার্থীদের
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪


গৌরনদীতে নতুন বইয়ে বাঁধভাঙা উচ্ছাস শিক্ষার্থীদের

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

ইংরেজি নতুন বছরের প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষার্থীরা। উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে উৎসবের আমেজ।
সকাল দশটায় উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান। অন্যান্য বছরের ন্যায় এবারও উপজেলার মধ্যে বই উৎসবের সবচেয়ে বৃহত আয়োজন করা হয় শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার বেলা এগারটায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বই উৎসবের উদ্বোধন করার পরপরই নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ ও সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা উপস্থিত ছিলেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:০৫ ● ৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ