কলাপাড়ায় খাল ভরাট বন্ধের দাবি এলাকাবাসির

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় খাল ভরাট বন্ধের দাবি এলাকাবাসির
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩


কলাপাড়ায় খাল ভরাট বন্ধের দাবি এলাকাবাসির

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের সীমানার দেবপুরের একমাত্র খালটির অর্ধেকটা বালু দিয়ে ভরাট করা হয়েছে। একাধিক বাঁধ দিয়ে পানির প্রবাহ আটকে দেয়া হয়েছে। পাঁচজুনিয়া গ্রামের বাড়ৈর কোলায় আবাসনের (গুচ্ছগ্রাম) ৭০টি পরিবারসহ সেখানকার অন্তত এক শ’ পরিবারের প্রয়োজনীয় এক কিলোমিটার দীর্ঘ একমাত্র খালটিও ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রি-স্টাইলে এই খাল ভরাট চলছে। আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মানে জমিতে বালু ভরাটের সঙ্গে এসব খাল ভরাটের করা হচ্ছে। ফলে মানুষের নিত্যকাজে ব্যবহারের পানির সঙ্কটে জীবন-যাপনে চরম বিরুপ প্রভাব দেখা দিয়েছে। এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহের পথ হারানোর শঙ্কায় শত শত পরিবার। রবিশস্য, বোরোধানসহ বিভিন্ন ধরনের কৃষিকাজে ব্যবহৃত সেচের পানির সঙ্কট দেখা দিয়েছে। কৃষি উৎপাদন চরমভাবে বাধাগ্রস্তের শঙ্কায় পড়েছেন স্থানীয়রা। যেন চলছে এক ধরনের রামরাজত্ব। মানুষের জীবন-যাপনের পরিবেশ বিপর্যস্ত করে দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে আবাসনের বাসীন্দাদের বাধায় আপাতত ওই খালটি ভরাটের কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আবাসনের বাসীন্দা মো: সোহেল জানান, তারা দুই যুগ ধরে ওখানে বসবাস করছেন। গ্রামের পানি নিষ্কাশনের পথ এটি। যা কিছুদিন ধরে ভরাটের পরিকল্পনা করেছে আশুগঞ্জ পাওয়ার প্লান্টের লোকজন। তারা শুক্রবার খালটি ভরাটের কাজ শুরু করতে আসে। আমরা বাধা দেই। উপজেলা নির্বাহী অফিসারকে জানাই। বর্তমানে ভরাটের কাজ বন্ধ রয়েছে। এটি ভরাট করলে গ্রামের লোকজনের বসবাসে মারাত্মক সমস্যা হবে। একইভাবে দেবপুরের খালের একাধিক স্পটে বাঁধ দেওয়া হয়েছে। বালুতে ভরাট হয়ে যাচ্ছে খালটি। শত শত পরিবারের মাছ ধরে জীবিকা অবলম্বনের এই খালটি ভরাটে বাড়ছে দুই পাড়ের মানুষের জীবীকার অনিশ্চয়তা। খাল ভরাটে পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র নষ্টের পাশাপাশি মানুষের ব্যবহারের পানির সঙ্কট শুরু করেছে। মোট কথা ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের এই তিনটি খালের ভরাট বন্ধে এখনই উদ্যোগ নেওয়ার দাবি করেছেন বাসীন্দারা। ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান টিনু মৃধা জানান, আবাসনের পাশের খালটির ভরাট কাজ বন্ধ করে দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন জানান, জনস্বার্থে ব্যবহৃত খাল-জলাশয় ভরাট না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:২৩ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ