আমতলীতে মেয়র নাইট কনসার্টে অর্থদন্ড

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মেয়র নাইট কনসার্টে অর্থদন্ড
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩


আমতলীতে মেয়র নাইট কনসার্টে অর্থদন্ড

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলীতে বিজয় দিবসের মেয়র নাইট কনসার্টের নামে আচরণবিধি লংঘন করে নির্বাচনি প্রচারনা চালানোর দায়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক জিএম ওসমানি হাসানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে কনসার্ট চলাকালীন তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড করেন আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুল্লহ আবু-জাহের। তাৎক্ষনিক অর্থদন্ডের টাকা পরিশোধ করেন জিএম ওসমানী হাসান। এ ঘটনার পরপরই আয়োজক কর্তৃপক্ষ কনসার্ট বন্ধ করে দেন। ওই কনসার্টে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথ স্বতন্ত্র প্রার্থীদের “অসভ্য চক্র” বলে আখ্যা দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে আমতলী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিজয় দিবস মেয়র নাইট এর আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। এ কনসার্ট সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সহধর্মিণী জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মাধবী দেবনাথ। এ সময় কনসার্টে মাধবী দেবনাথ তার বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে সংসদ নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। একই সঙ্গে তিনি  স্বতন্ত্র প্রার্থীদের “অসভ্য চক্র” আখ্যা দিয়ে তাদের কথা জনগনকে শুনতে নিষেধ করেন।  মাধবী দেবনাথ তার বক্তব্যে বলেন,  যে উন্নয়ন শেখ হাসিনা করেছে, তা আপনারা সবাই জানেন।  আপনারা তা ভন্ডুল করে দেবেন না। আপনাদের এখানে (আমতলী) এয়ারপোর্ট হবে, পায়রা ব্রীজ হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হাজার হাজার কোটি টাকার কাজ শম্ভু বাবু এনে দিয়েছে । জয় বাংলা জয় বঙ্গবন্ধু  জয় হোক নৌকার”। পরে মাধবী দেবনাথ রাত নয়টা দিকে কনসার্ট ত্যাগ করেন। এরপর জিএম ওসমানি হাসান কনসার্টে গানের মাঝে মাঝে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারনা চালান। মেয়র নাইট কনসার্ট চলাকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্-আবু-জাহের বলেন,  মেয়র নাইট কনসার্টের নামে নির্বাচনী প্রচারনায় আচরণ বিধির ২০০৮ এর ১ ধারা লংঘন করায় জিএম ওসমানী হাসানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:১৮ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ