গলাচিপায় সাবেক মেয়র ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় সাবেক মেয়র ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালন
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩


গলাচিপায় সাবেক মেয়র ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে তার সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও ২০০৬ সাল থেকে গলাচিপা পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র, জনমানুষের নেতা ছিলেন হাজী অ. ওহাব খলিফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত মেয়রের সহ-ধর্মিনী নুরুন্নাহার বেগম, প্রয়াত মেয়রের একমাত্র কন্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়,সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন,সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ,সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন পৌরসভার সকল কমিশনার, কর নির্ধারক মসিউল ইসলাম ও হিসাব সহকারী কর্মকর্তা সবুজ পাল, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ। আলোচনা ও স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।এ সময় তার পরিবার প্রয়াত মেয়রের রুহের আত্মার শান্তি ও পরকালে জান্নাত পাওয়ার আশায় সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুলপ্রয়াত মেয়রহাজী আ. ওহাব খলিফার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিষ্ঠাবান মানুষ। দলের জন্য দিনভর কাজ করে গেছে। সকলের একজন প্রিয় মানুষ। তিনি সকলকে সাথে নিয়ে এই পৌরসভাকে গুছিয়ে রেখেছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত। তিনি মুসলমানদের যেমন প্রিয় মানুষ ছিলেন তেমনি সনাতন ধর্মের মানুষের বন্ধু ছিলেন। তাই তো তার মারা যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বী লোকেরা ব্যথিত হয়ে বলেছেন আমাদের দেবতার মত মানুষটা চলে গেছে। এখন আমাদের পাশে কে থাকবে, কে দেখবে আমাদের? আমরা সকলে তার জন্য দোয়া করি।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫০ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ